দেশে টানা বৃষ্টির সংকেত দিলেন, আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী তিনদিন একটানা বৃষ্টির আশঙ্কা করছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে তবে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
সংস্থাটি আরো বলেন, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঢাকায় শুধুমাত্র এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
ডেইলি দর্পণ/ মাইদুল