আবারো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত মে মাসের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে টানা তৃতীয়বারের মত হামলা চালালো ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা চালায় ইসরায়েল।
বার্তাসংস্থা রয়টার্সকে ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকায় প্রধান রাজনৈতিক দল হামাসের একটি অস্ত্র উৎপাদন কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বেলুন ছোড়ার বিষয়ে এখনো কোন বক্তব্য আসেনি হামাসের পক্ষ থেকে। এর আগেও গত জুন মাসে বিমান হামলা চালায় ইসরায়েল। তখনও তারা বলেন, হামাসের বেলুন ছোড়ার জবাবে এ হামলা চালায় তারা। ইসরায়েলের ক্ষমতার রদবদল হলেও পরিবর্তন হয়নি তাদের নীতি।
তবে, এ হামলায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল দাবি করেছে, তাদের দিকে লক্ষ্য করে বিস্ফোরক বেলুন ছুড়েছে হামাস। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা।