ভারতে একদিনে ৭৫ লাখ মানুষকে করোনা প্রতিরোধি টিকা দেওয়া হয়েছে। সরকারের নতুন টিকাদান নীতি চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্য এ টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়। দেশটিতে একদিনে টিকাদান কার্যক্রমে এটিই রেকর্ড গড়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার (২১জুন) থেকে ১৮ বছর বয়সোর্ধ্ব সবাইকে বিনামূল্য টিকা দেয়া শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্য সরকারের কাছ থেকে টিকাদান কর্মসূচি তুলে নেওয়া হয়েছে।
গণহারে টিকাদান কার্যক্রম শুরুর মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠতে শুরু করেছে ভারত। সোমবার দীর্ঘ ৮৮ দিনের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে দেশটিতে, কমেছে মৃত্যুর সংখ্যাও।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন, যা প্রায় তিনমাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জনে।