আন্তর্জাতিকস্বাস্থ্য
এ মাসেই জানানে হবে করোনার উৎস বিষয়ক প্রতিবেদন

চলতি মাসের ১৫ তারিখ প্রাণঘাতী করোনার উৎস নিয়ে তদন্ত প্রতিবেদনে প্রকাশ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার(৫ মার্চ) সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক জানান, করোনার উৎস নিয়ে আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদনে দুটি ভাগে প্রকাশ হওয়ার কথা ছিল।প্রাথমিক প্রতিবেদনটি ফেব্রুয়ারিতে এবং এরপর পুরোটি প্রকাশ করার পরিকল্পনা ছিলো। তবে এখন সবগুলোই এক সঙ্গে প্রকাশিত হবে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলোর উদ্দেশে দেওয়া এক ভাষণে গেব্রায়সুস বলেন, আমি জানি অনেক দেশ করোনার উৎস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে যে যৌথ তদন্ত হয়ে সেটির প্রতিবেদন জানতে মুখিয়ে আছে। এ নিয়ে কাজ করা হচ্ছে। চুড়ান্ত প্রতিবেদনের সঙ্গে প্রাথমিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।