করোনা আইসোলেশন ওয়ার্ডের শয্যা বাড়ানো হচ্ছে চাঁদপুরে

চাঁদপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের শয্যা ৬০ থেকে ৯০টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) চাঁদপুর জেলার করোনা পরিস্থিতিসহ আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনায় এসব কথা জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের যে কোনো একটি বড় প্রাইভেট হাসপাতালকে করোনা আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরের চিন্তা-ভাবনা করা হচ্ছে। জেলায় করোনা পরিস্থিতি যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল তা হয়নি। বরং চাঁদপুর জেলায় করোনা শনাক্তের হার বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্যাহ বলেন, ২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতাল করোনা ডেডিকেটেড হাসপাতাল। এটির শয্যা বাড়ানো হবে। বর্তমানে করোনা ইউনিটে ৬০টি শয্যা রয়েছে। এ হাসপাতালে আরও ৩০টি শয্যা বাড়ানো হবে।