জাতীয়
ক্যাপ্টেন আতাউলকে বনানীতে সমাহিত করা হয়েছে

ভারতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট চিকিৎসাধীন অবস্থায় মৃত নওশাদ আতাউল কাইয়ুমকে সমাহিত করা হয়েছে বনানী কবরস্থানে।
বৃহস্পতিবার তার মরদেহ দেশে আনার পর জানাজা শেষে বিকেল ৪টায় দাফন করা হয় বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিমানবন্দরে সহকর্মীরা ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান তাকে। তার কফিনে ফুল দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও। পরিবারের কয়েকজন সদস্যও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
নওশাদের মরদেহ তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেলা ২টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন প্রাঙ্গণে আনা হয়। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোস্তফা কামাল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।