শত কোটি ভারতীয়কে হতাশায় ডুবিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অভিজাত ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো কিউইরা। তবে তাদের এই যাত্রা মোটেও সহজ ছিল না।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পাঁচ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছিল কেইন উইলিয়ামসনের দল। সেই তারাই আবার দুর্দান্ত প্রত্যাবর্তনে সবার আগে নিশ্চিত করেছিল ফাইনালের টিকিট। আর সেই ধারাবাহিকতা ধরে বুধবার ফাইনালে হারিয়েছে শক্তিশালী ভারতীয় দলকে।
ফাইনালে ওঠার পথে পাঁচটি টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। যেখানে তারা জিতেছে তিনটি, ড্র আর পরাজয় একটি করে সিরিজে। এই পাঁচ সিরিজের ১১ ম্যাচের মধ্যে ৭টি জিতেছিল কিউইরা, হেরেছিল অন্য চারটি। ফাইনালসহ মোট ৮টি টেস্ট জিতে বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেয়েছে উইলিয়ামসনের দল।