দেশজুড়ে
নারায়নগঞ্জে কবরের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

আজ (৩০ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কবরের পাশ থেকে ৬টি ককটেল উদ্বার করেন আখড়াইহাজার থানা পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ( বোম্ব ডিম্পোজাল ইউনিট) ককটেল গুলো নিষ্ক্রিয় করেছেন।
ককটেল গুলো কালো রঙের স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ছাই রঙের প্যারাসুট কাপড়ের ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ছিল।
তবে পুলিশ সুপার বলেন, ককটেলগুলো এখানে কিভাবে এলো, এর সাথে কারা জড়িত,আমরা এ বিষয়গুলো খতিয়ে দেখছি। পরে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বৃহস্পতিবার রাতে ব্রামন্দি ইউনিয়নের নোয়ারপাড়া গ্রামের লোকমান মাস্টারের বাড়িতে হয়েছে। ওই মাস্টারের বাড়ি শুক্রবার ককটেল উদ্ধারের ঘটনাস্থল বড় বিনাইরচর কবরস্থান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। তাদের ধারণা, ডাকাতরা ককটেলগুলো ফেলে যেতে পারে।