তথ্য ও প্রযুক্তিলিড নিউজ
নিবন্ধন করে পুরস্কার জিতলেন এক হাজার বিজয়ী

ই-কমার্স প্রতিষ্ঠান সেলেক্সট্রা তাদের ওয়েবসাইটে নতুন সদস্যদের মধ্য নিবন্ধন করে যুক্ত হওয়া থেকে এক হাজার ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেছে।
ক্যাম্পেইন চলাকালীন যারা নতুন যুক্ত হয়েছেন তাদের মধ্যে র্যাফেল ড্র করে বেছে নেওয়া হয় বিজয়ীদের নাম।
ফেসবুক লাইভে যুক্ত ছিলেন অংশগ্রহণকারীসহ কয়েক হাজার মানুষ।বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার স্মার্টফোন,স্মার্টওয়াচ, লাইফস্টাইল গ্যাজেটসহ ছিল তালিকায়। সেলেক্সট্রার করপোরেট অফিসে সম্প্রতি এই ড্র অনুষ্ঠিত হয়।
লাইভ সেশনে যুক্ত হয়ে সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত ভবিষ্যতে এমন ক্যাম্পেইনসহ আরও আকর্ষণীয় সব অফারের ঘোষণা দেন।