ফারুক হোসেন: জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ মিয়া সেপ্পো’র নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘের টিম পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
২২ আগস্ট (রোববার) সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরেন এবং কোভিড-১৯ এর সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল নিয়ামক যেমন- কৃষি খাত, প্রবাসী আয় ও রপ্তানি আয় সম্পর্কে আলোকপাত করেন।
সামষ্টিক অর্থনীতির পাশাপাশি তিনি টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকারি ও উন্নয়ন অংশীদারদের প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি দেশের নাগরিকদের টিকাদান কার্যক্রমে সরকারের অগ্রাধিকার রয়েছে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী এল সি জি এর সভা নিয়মিত অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করা সহ “অর্থনীতি উজ্জীবিত করতে সকলের সমবেত প্রচেষ্টা জোরদার করতে হবে এ বিষয়ে উন্নয়ন সহযোগীবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং উন্নয়ন সহযোগীদের বর্ধিত সহযোগিতা কামনা করেন।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বাংলাদেশে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির সভা, অর্থায়ন কাঠামো, এর স্থানীয়করণ সম্পর্কে মতামত ব্যক্ত করা হয় । এছাড়াও ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প ও কর্মসূচি গ্রহণ, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাণিজ্য ও অন্যান্য সুবিধাদি লাভের জন্য পদক্ষেপ গ্রহণ, বিদেশ ফেরত অভিবাসী শ্রমিকদের পুনরায় বিদেশে গমন, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ রোধ কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনায় আনা হয়।
জাতিসংঘ প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর ড.শামসুল আলমের সাথে নিয়মিত যোগাযোগ এবং মন্ত্রণালয়ের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।
জাতিসংঘ প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে ইউএনএফপিএ এর প্রতিনিধি মিজ আসা টরকেলসন, আইওএম এর চীফ অব মিশন জিওরজি গিগরি, ইউএন উইমেন এর মিজ দিলরুবা হায়দার, ডব্লিউএইচও এর ড. আহমেদ জামশেদ মোহামেদ ও মিজ শুভ্রা ভট্টাচার্য উপস্থিত ছিলেন।