জাতীয়
পরিকল্পনা প্রতিমন্ত্রী এক দিনের সফরে সোমবার মতলবে আসছেন

ফারুক হোসেন
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এক দিনের সফরে সোমবার মতলবে আসছেন।
৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল ১০:৪৫ মিনিটে ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠান ও কম্বাইন্ড হারভেস্টার বিতরন এর উদ্বোধন করবেন। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের লাইব্রেরীতে বই প্রদান করবেন।
বেলা ১১.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন এবং বিকাল ৩টায় মতলব দক্ষিন উপজেলা অডিটরিয়ামে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করবেন।