প্রত্যেকেই ভুল ধারণা করেছিল: ব্রিটিশ সামরিক প্রধান

ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার জানিয়েছেন ঝড়ের গতিতে আফগানিস্তান দখল করেছে তালেবান। তারা কতটা দ্রুত আফগানিস্তান দখল করে নিতে পারে তা আন্দাজ করতে ‘প্রত্যেকেই ভুল করেছিল’।
বিবিসি-কে তিনি বলেন, “তাদের (তালেবান) গতিই আমাদেরকে অবাক করে দিয়েছে। আর তালেবান কী করতে যাচ্ছে তা আমরা বুঝতে পেরেছিলাম বলেও আমি মনে করি না।”
সামরিক গোয়েন্দা তথ্য ভুল ছিল কিনা জানতে চাইলে কার্টার বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে। শুধু সামরিক গোয়েন্দা তথ্যের ওপর সরকার নির্ভরশীল ছিল না।
তালেবানকে নিয়ে ধারণা কী করে ভুল হল জানতে চাওয়া হলে রোববার বিবিসি’র এন্ড্রু মার শো- তে জেনারেল নিক কার্টার বলেন, “আমি মনে করি সোজা কথায় বলা যায়, প্রত্যেকেই বিষয়টি বুঝতে ভুল করেছে। এমনকী তালেবানও আশা করেনি যে, এত দ্রুত পরিস্থিতি বদলে যাবে।”
তিনি আরও বলেন, “আফগান সরকার যে কতটা নাজুক অবস্থায় আছে, সেটিও কেউ অনুমান করতে পেরেছে বলে আমি মনে করি না।”