ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। আজ সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠলেন মেসিরাও। টাইব্রেকারে আর্জেন্টিনা জিতল ৪-৩ গোলে। তাই এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কারণ সেমিফাইনালের প্রথম ম্যাচে পেরুকে এক গোলে হারিয়ে আগেই ফাইনালের পৌঁছে গেছে ব্রাজিল।
খুব বেশিক্ষণ যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়নি মেসিদের। ৬ মিনিটের মাথায় গোল করেন সেই মার্টিনেজই।
শুরুতে গোল খেয়ে গেলেও হাল ছাড়েনি কলম্বিয়া। লুইস দিয়াজের পা থেকে বার বার আক্রমণ শুরু হতে থাকে।৬০ মিনিটের মাথায় সেই কাজটাই করে ফেললেন দিয়াজ। পরিবর্তন হিসেবে নামা এডউইন করডোনা সামনের দিকে বাড়িয়ে দেওয়া লম্বা থ্রু বক্সের মধ্যে ধরেন দিয়াজ।
শেষ মুহূর্তে বক্সের সামনে ফ্রি কিক পেলেও গোল করতে ব্যর্থ হন মেসি। ১-১ অবস্থাতেই শেষ হয় ৯০ মিনিটের খেলা। এ বারের কোপায় অতিরিক্ত সময়ের খেলা নেই। তাই ৯০ মিনিট শেষে খেলা গড়ায় পেনাল্টিতে।
ডেইলি দর্পণ/নাঈম
সূত্রঃ ঢাকা পোস্ট