মিনহাজুর রহমান মুগ্ধ: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার ১৫ই আগষ্ট, ডিগ্রীরচর মুজিব শিশু সঞ্চয় সংগঠন এর উদ্যেগে দোয়া মাহফিল এবং শিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ডিগ্রীরচর মুজিব শিশু সঞ্চয় সংগঠনের সভাপতি মোঃশফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃরাফিউল ইসলাম, সহ-সভাপতি মোছাঃরাসেদা বেগম,সোহাগ মিয়া, রবিউল ইসলাম,খোকন মিয়া,রিপন মিয়া,লিমন মিয়া সহ অনান্য নেত্রী বৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে ডিগ্রীরচর মুজিব শিশু সঞ্চয় সংগঠন এর সভাপতি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন।বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে যেমন বাংলাদেশের মানুষ ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন তেমনি বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীর মঞ্চে যারা ছিলেন, তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।বঙ্গবন্ধুর পালাতক খুনিদের দেশের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম আমাদের জানান, আমরা শিশুদের নিয়ে কাজ করি। শিশু শ্রম,বল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধ সহ অসহায় শিশুদের চিকিৎসা, শিক্ষা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।