জামা-কাপড় তো নিয়মিত পরিষ্কার করতে হবেই। সেইসঙ্গে আছে বিছানার চাদর, বালিশের কভার, মশারি, কুশন কভার, পর্দা ইত্যাদি। সুস্থ থাকতে চাইলে পরিচ্ছন্নতার বিকল্প নেই। পরিচ্ছন্ন থাকার জন্য নিয়মিত পরিষ্কার করতে হয় এসব কাপড়-চোপড়। মুশকিল বাঁধে বর্ষাকালে। কারণ এসময় রোদের দেখা মেলে কম। দিনভর বৃষ্টি নয়তো আকাশ থাকে মেঘলা। স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে কাপড় শুকাতেই চায় না। বৃষ্টির মৌসুমে এ ধরনের সমস্যা থাকবেই। এর জন্য আবহাওয়ার পাশাপাশি দায়ী কাপড় শুকানোর ভুল পদ্ধতি।
বর্ষার সময়টায় কাপড়ে সাদা সাদা দাগ পড়ার সমস্যা দেখা দেয়। এই সমস্যাকে বলে ছাতা পড়া। জামা-কাপড়ে এ ধরনের দাগ দেখতে খারাপ তো লাগেই, সেইসঙ্গে যোগ হয় এক ধরনের বোটকা গন্ধ। এই সময়ে এধনের সমস্যা থেকে বাঁচতে কিছু উপায় মেনে চলতে হবে। বর্ষায় কাপড়ের গন্ধ দূর করার কিছু উপায় জেনে নিন-
১-ময়লা কাপড় জমিয়ে রাখবেন না
২-ছত্রাক ও জীবাণু দূর করতে
৩-বেকিং সোডা ও ভিনেগার
৪-শুকানোর ব্যবস্থা
৫-লেবুর ব্যবহার