ভাসানচর থেকে পালানো ২০ রোহিঙ্গা গ্রেফতার

ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার অর্থনৈতিক অঞ্চল থেকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ২০ জনের মধ্যে চারজন পুরুষ, পাঁচজন মহিলা ও ১১ জন শিশু। এর মধ্যে মেয়ে শিশু সাতজন ও ছেলে শিশু চারজন।
তিনি বলেন, গ্রেফতার রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে ট্রলার রিজার্ভ করে মিরসরাইয়ের অর্থনৈতিক জোন এলাকায় এসে নামেন। সেখান থেকে তাদের টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। তারা কার সহযোগিতায় ভাসানচর থেকে পালিয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।
সূত্রঃ ঢাকাপোস্ট