চাঁদপুরে মতলব উত্তরের ধনাগোদা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজীর ঘটনায় ২০ জনকে আসামী করে চাঁদাবাজীর অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
রোববারবার (৪ জুলাই) মতলব উত্তর থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামী করে বাল্কহেডের মালিক পক্ষ এ মামলা করে।
জানা যায়, শনিবার বিকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের সন্তোষপুর এলাকায় ধনাগোদা নদীতে রিপন ও মামুনসহ কয়েকজন একটি ট্রলার নিয়ে বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় বাল্কহেড শ্রমিকরা তাদের চাঁদা দিতে অস্কৃতি জানালে চাঁদাবাজরা নৌ-শ্রমিকদের ওপর হামলা করে। এ সময় নৌ-শ্রমিকরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় জনতাদের সাথে তাদের ধাওয়া পালটা ধাওয়া সংঘর্ষে চাঁদাবাজ মামুন বেপারী (৩৮) আহত হয়। আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে তার স্বজনরা গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। ওইদিন বিকেল দায়িত্বরত চিকিৎসক শারমিন সুলতানা তাকে মৃত ঘোষণা করে। নিহত মামুন বেপারী গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
গজারিয়া থানা ও নৌ-পুলিশ এবং স্থানীয় সূত্র জানা যায় , মামুন বেপারী একজন চিহ্নিত নৌ চাঁদাবাজ। তাকে ধরার জন্য গজারিয়া নৌ পুলিশ ও গজারিয়া থানা পুলিশ একাধিকবার যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা যায়নি। তার বিরুদ্ধে গজারিয়া থানা পাঁচটি মামলা রয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, থানায় ২ জনের নাম সহ অজ্ঞাত ২০ জনকে আসামী করে চাঁদাবাজীর অভিযোগে বাল্কহেডের মালিক পক্ষে সাইদুর রহমান বাদী হয়ে মামলা রুজু করেছেন। এ ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বেলতলি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলামকে।