মতলব উত্তরের ইউএনও গাজী শরিফুল হাসানের ঈদ শুভেচ্ছা

ফারুক হোসেন:
পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান।
আসন্ন ঈদ আনন্দ বার্তায় ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ধনী-গরিব, নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দকে উপভোগ করা হয়।
বর্তমান বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে পালন করতে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সরকার কর্তৃক যে নির্দশনা দেয়া হয়েছে। সে নির্দেশনা গুলো সবাই যথাযথ ভাবে পালন করার জন্য উপজেলা বাসীর প্রতি উর্দাত্ব আহবান জানাচ্ছি। আসুন সবাই সতর্ক থাকি ও সুস্থ থাকি এবং সরকারের সকল নিয়মগুলো মেনে এ বছরের পবিত্র ঈদুল ফিতর সবাই পালন করি। মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। আল্লাহ যেন এই দূর্যোগ থেকে আমাদের সকলে মুক্তি দান করেন। আমিন।
সবর্শেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আগামী সুন্দর ও সুস্থ দিনের প্রত্যাশা কামনা করছি। সকলের প্রতি পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।