চাঁদপুরের মতলব উত্তরে বিষধর সাপের ছোবলে কৃষক জহিরুল ইসলাম জরু মাঝি (৫৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুর গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,জহিরুল ইসলাম জরু মাঝি গরুর ঘাস কাটতে নিজ জমিতে যায়। ঘাস নিয়ে আসার সময় পথের মধ্যে বিষধর সাপ পায়ে কামড় দেয়। কামড় খাওয়ার পর দাদন নামের এক পথচারী তার পায়ে বাঁধ দেয় এবং সে ঘাস মাথায় নিয়ে বাড়িতে চলে আসে।
বাড়িতে আসার পর পরিবারের সবাইকে ঘটনাটি জানালে তারা তাকে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাপে কাটা রোগীর বেগতিক অবস্থা দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন এবং চাঁদপুর সদর হাসাপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
হাসাপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষনা পরও বাড়িতে আনার পর আত্মীয় স্বজনরা বিভিন্ন উঝা দিয়ে আবারও চিকিৎসা শুরু করে। অবশেষে মারা গেছে বলে উঝা জানান।