দেশজুড়ে
মতলব উত্তরে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা

ফারুক হোসেন: সারা দেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মতলব উত্তরে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা ২০২১।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রোববার সকালে উপজেলার ৮ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ শুরু হয়। সকাল ১০ টা থেকে শুরু হয় দেড় ঘন্টার এই পরীক্ষা।
এর আগে স্ব স্ব কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় শারীরিক তাপমাত্রা পরিমাপ ও মাস্ক ব্যবহার নিশ্চিত করণের মধ্য দিয়ে পরীক্ষার্থসহ সংশ্লিষ্ট সকলে কেন্দ্রে প্রবেশ করানো হয়।
উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান জানান, করোনা মহামারির কারনে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
২০২১ সালে মতলব উত্তরে এস এসসি ৬ হাজার ২২ জন, দাখিলে ৫শ’ ৯ জন ও ভোকেশনালে ২শ’ ৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।