‘মমতাজ মহল’ নাটকে নোলক

আবু ইউসুফ রাসেল: এস জে মোশন পিকচার্সের ব্যানারে ধারাবাহিক নাটক ‘মমতাজ মহল’। রচনা- মাসুদুর রহমান। নাটকটি পরিচালনা করেন সজীব মাহমুদ। প্রযোজক কাজী সাইফুল ইসলাম।
নোলক নাটক সম্পর্কে বলেন, এটি আমার প্রথম বার সিরিয়ালে কাজ করা।এর আগে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি তবে “মমতাজ মহল” এর পুরো টিম এর সাথে কাজ করতে দারুন লাগছে। আমাদের দেশের ভালো কিছু অভিনেতার সঙ্গে স্ক্রীন সেয়ার করতে পারছি। ইতিমধ্যেই অনেক গুলি পর্ব চলে গিয়েছে বাংলাভিশন এ। আমার চরিত্রটির নাম ইর্ষা। আমি আশা রাখছি এই চরিত্রটি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালোবাসবাই আমার কাম্য।
নাটকটি প্রচারিত হচ্ছে বাংলাভিশনে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ২০মিনিটে। নাটকে অভিনয় করেন, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির সাবেরী আলম, গোলাম ফরিদা ছন্দা, এলেন শুভ্র, তানিয়া বৃষ্টি, উর্মিলা শ্রাবন্তী কর , মিম চৌধুরী, আননূর খান নোলক,নূরে আলম নয়ন, শেলী আহসান তানভীর মাসুদ ও অন্যান্য।