কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ও সকল মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।
শনিবার (০৩) জুলােই বিকেল ৪টার সময় টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী তাদের জরিমানা প্রদান করেন।
বিনা কারণে ব্যক্তিগত যানবাহনে চলাফেরার কারণে ৯জনকে ১৭শত টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আইন মানুন, বাসায় নিরাপদে থাকুন, লকডাউন কেমন হচ্ছে তা দেখতে আসার দরকার নেই। সরকারি আদেশ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে আছে।