ঢালিউড শীর্ষ তারকা শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘লিডার: আমি বাংলাদেশ’। গত মঙ্গলবার (২৫মে) রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন তপু খান। প্রযোজক আশিকুর রহমান।
সুপার স্টার শাকিব খান তার ফেসবুক পেইজে লেখেন, যখন চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করি তখন আমি অপরিপক্ক কিন্তু দূরদর্শী ছিলাম। জানতাম না কোথায় যাচ্ছি বা কি করব! শুধু একুটু জানতাম, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কোনো সময় হাল ছেড়ে দেয়া যাবে না। আজ যখন ফিরে তাকাই, তখন আমি সকল মানুষ এবং অভিজ্ঞতার কাছে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমার প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভ্যালোবাসা’র পরিচালক এবং প্রযোজকের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে সুযোগ দিয়েছিলেন। এরপর আমার সকল পরিচালক, প্রযোজক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিচ্ছি যাদের জন্য আজকের আমি তৈরি হয়েছি।
গেল শুক্রবার ‘লিডার: আমিই বাংলাদেশ’ এর ফার্স্টলুক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে মন্তব্যের ঘরে বইতে থাকে প্রশংসার বন্যা। যেখানে শাকিব খানকে দেখা যায় প্রতিবাদী রূপে।
‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করছেন সুপার স্টার শাকিব খান ও বুবলী। এ ছাড়াও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার ও আরও অনেকেই।