যুক্তরাষ্ট্রে বন্যায় মৃত্যু সংখ্যা ৪৪

জলোচ্ছ্বাস ও টর্নেডোর প্রভাবে সৃষ্ট বন্যায় আঘাত হানার পর দুর্বল হতে হতে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া আইডার প্রভাবে ভারি বৃষ্টিতে সৃষ্ট হঠাৎ বন্যায় যুক্তরাষ্ট্রের ৪ রাজ্যে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যগুলোর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রেকর্ড বৃষ্টিপাতের কারণে হওয়া এ বন্যা অসংখ্য গাড়ি ভাসিয়ে নিয়েছে, নিউ ইয়র্ক শহরের সাবওয়ে লাইনগুলো জলমগ্ন করে রেখেছে এবং বিমানের অসংখ্য ফ্লাইট বাতিল করতে কর্তৃপক্ষকে বাধ্যও করেছে।
নিউ ইয়র্ক শহরেই বন্যা অন্তত ১৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে, ওয়েচেস্টার কাউন্টিতে মারা গেছে আরও ৩ জন। নিউ জার্সিতে মৃতের সংখ্যা অন্তত ২৩ বলে টুইটারে জানিয়েছেন রাজ্যটির গভর্নর ফিল মারফি।
ঝড়ের কারণে সৃষ্ট দুর্যোগে ফিলাডেলফিয়ার শহরতলীতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কাউন্টিটির মুখপাত্র কেলি কোফ্রান্সিসকো।
নিউ জার্সির এলিজাবেথে একটি পাবলিক হাউজিং কমপ্লেক্স ৮ ফুট উচ্চতার জলে প্লাবিত হওয়ার পর সেখানকার ৪ বাসিন্দার মৃতদেহ মিলেছে। সমারসেট কাউন্টিতে ৪ গাড়িচালকের মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন কর্মকর্তারা।