রব-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর মতলব উত্তরে রব-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রব-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, ভাল কিছু করার জন্য প্রয়োজন ভালো মন এবং ভালো চিন্তার। আজকে সে কথাটি প্রমাণ করেছে সামাজিক সংগঠন রব-মমতাজ ফাউন্ডেশন। তিনি আরও বলেন, আমরা বেশিরভাগ মানুষ সবসময় আমিত্বের মধ্যে ডুবে থাকি। আমি কি করে ভালো থাকব, আমি কি করে উন্নত জীবনযাপন করবো সে চিন্তাই বিভোর থাকি। অথচ আমরা কখনও ভাবিনা আমাদের সমাজ যদি ভাল না হয়, পরিবার প্রতিবেশী যদি ভালো না থাকে তাহলে আমিও ভালো থাকতে পারবো না। আমাকে ভালো থাকতে হলে, আমাদেরকে ভালো রাখতে হবে। তাই আসুন যার যার অবস্থান থেকে সমাজের মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।
৩০ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার ঘনিয়ারপাড়ে রব-মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসীন মিয়া মানিক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান প্রধান, যুবলীগের নেতা আশরাফুল ইসলাম মিলন, আনিছ পাটোয়ারী, মুছা বেপারী, আল আমিন মিয়াজী প্রমুখ।