র্যাবকে ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে ফেঁসে গেলেন পল্লীচিকিৎসক

সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রংপুরে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে র্যাব-১৩। আটক ব্যক্তির মোটরসাইকেলে প্রেস লেখা থাকলেও পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি। তবে র্যাব সদস্যদের জেরার মুখে নিজেকে সাংবাদিক থেকে পল্লী চিকিৎসক হিসেবে দাবি করেন ওই ব্যক্তি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, আটক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়েছে। মিথ্যার আশ্রয় নিয়ে বাইরে বের হওয়ার কারণে তাকে আটক করা হয়েছে।
শনিবার (০৩ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মোড় বঙ্গবন্ধু সড়কের কাছ থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, কঠোর বিধিনিষেধ কার্যকর করতে শনিবার সকাল থেকে মাঠ চষে বেড়ান র্যাব-১৩-এর অভিযানিক দল। এতে নেতৃত্ব দেন অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রেস লেখা একটি মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ হলে তাকে রাস্তায় থামিয়ে দেয়া হয়। এসময় মোটরসাইকেল চালক নিজেকে চলমান বার্তা নামের একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। কিন্তু র ্যাব সদস্যরা তাকে পত্রিকার পরিচয়পত্র দেখাতে বললে, তাতে ধরা খেয়ে বসেন ওই ভুয়া সাংবাদিক।