রাজনীতি
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে করোনায় আক্রান্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওনার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সতর্কতার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।