সিলেটে বন্যা দুর্গতদের মাঝে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী’র ত্রান সহায়তা

মো. রাসেল হোসাইন: ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি‘র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট সৈয়দসাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর নির্দেশে বিশেষ একটি দল আজ থেকে (২৪শে মে) থেকে বৃহত্তর সিলেটঅঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, “প্রিয় নবিজী (দ) আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন।‘বাংলাদেশ সুপ্রিমপার্টি‘ দেশের মাটি ও মানুষের কথা বলে। আমরা দুর্যোগ সংকটে সবসময় পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বন্যা পরিস্থিতিরঅবসান না হওয়া পর্যন্ত আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ্।“
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে ‘আঞ্জুমান–এ–রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া‘ ও ‘মইনীয়া যুবফোরাম‘ এর সহযোগিতায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক খলিফাশাহ মোঃ আসলাম হোসাইন, মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরাম কেন্দ্রীয় সদস্য সচিব শাহ মুহাম্মদ ইব্রাহিম মিয়া, মইনীয়া যুবফোরামের প্রচার সম্পাদক ও সিনিয়র খাদেম শরীফুর রহমান, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সহ–সভাপতি ও কুমিল্লা জেলাশাখার সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কালাম, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া, যুগ্ম সাধারণসম্পাদক ও কুমিল্লা মহানগরীর সভাপতি হাবিবুর রহমান পায়েল, শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল হক রিমন, ক্রীড়া বিষয়কসম্পাদক জামাল খান, আইসিটি বিষয়ক সহ–সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, সদস্য ফরহাদ হোসেন প্রমুখ।
আগামীকাল (২৫শে মে) সিলেটের ছাতক ও কোম্পানিগঞ্জ এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।