Uncategorized
স্বাধীনতার বিপক্ষ শক্তিদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিতঃ হাসান মাহমুদ

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা ৭১-এ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলো তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। রোববার (১ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শোকাবহ আগস্টকে ঘিরে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় রোববার (১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বল করে।
তথ্যমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, কমিশন গঠনের মাধ্যমে তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে। তা না হলে ইতিহাস অসম্পূর্ণই থেকে যাবে।