১৯ আগস্ট খুলছে মতলবের মোহনপুর পর্যটন লিমিটেড

ফারুক হোসেন: দেশের বেসরকারি পর্যটন মধ্যে অন্যতম বিনোদন কেন্দ্র চাঁদপুরের মতলবে মোহনপুর পর্যটন লিমিটেড। মহামারী করোনা ভাইরাসের কারণে কয়েক মাস বন্ধ ছিল দেশের সব বিনোদন কেন্দ্রে সহ মোহনপুর পর্যটন লিমিটেড।
আগামী ১৯ আগস্ট থেকে সারাদেশব্যপী পর্যটন খোলার প্রজ্ঞাপন জারি করায় শুক্রবার বিকালে মোহনপুর পর্যটনে লিমিডেট প্রেস বিফ্রিংয়ে আয়োজন করা হয়। মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান প্রেস বিফ্রিংয়ে বলেন, করোনার থাবায় সারা বিশ্বই আজ সব সেক্টরই দুর্বল হয়ে পড়েছে। দেশের পর্যটন খাতকে সচল ও আরো উন্নত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই পর্যটন খুলে দেওয়ার ঘোষনা দিয়েছেন। তাই মোহনপুর পর্যটন পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পর্যটনে স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে বিনোদন করবেন।
পর্যটনের বিবরণ তুলে ধরে তিনি বলেন, এখানে রয়েছে মিঠা পানির বীচ, শিশুদের জন্য রয়েছে থিম পার্ক, শপ মার্কেট সহ রেস্টুরেন্ট ও ফাইভ স্টার মানের কটেজ।